বিজ্ঞাপন
শনিবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে টঙ্গী স্টেশন রোডের মিলগেট এলাকায় এ আগুন লাগে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুপুর ১২টা ৪০ মিনিটেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস সদস্যরা।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুরের দিকে হঠাৎ তুলার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে চারপাশে। ঘন কালো ধোঁয়ায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালালেও আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে।
পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানালে টঙ্গী ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, “ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।”
তবে আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...