Logo Logo

রাসেলস ভাইপারের ছোবলে কৃষকের মৃত্যু! সাপ মেরে বস্তায় ভরে হাসপাতালে


ভোরের বাণী

Splash Image

নিহত কৃষক ও রাসেল ভাইপার সাপ

কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ভবানীপুর এলাকায় রাসেলস ভাইপার সাপের কামড়ে কামরুজ্জামান (৫০) নামে একজন কৃষকের মৃত্যু হয়েছে।


বিজ্ঞাপন


আজ বুধবার বেলা ১১টার দিকে নিজ কলা বাগানে পরিচর্যার কাজ করছিলেন কৃষক কামরুজ্জামান। এসময় বিষধর রাসেল ভাইপার সাপ তাকে কামড় দিলে কৃষক কামরুজ্জামান সাপটি মেরে বস্তায় ভরে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত কামরুজ্জামান উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত করিম প্রামাণিকের ছেলে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম সাপের কামড়ে দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে সকলকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...