Logo Logo

কলাপাড়ায় উপকূলীয় দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত


Splash Image

পটুয়াখালীর কলাপাড়ায় সুন্দরবন কোয়ালিশন বাস্তবায়িত এবং উন্নয়ন সংস্থা আভাস পরিচালিত “লোকালি লেড ডিজাস্টার রিস্ক রিডাকশন ইন দ্য কোস্টাল রিজিয়ন” প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টায় কলাপাড়া উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাউছার হামিদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন আভাসের ডিরেক্টর (অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন) মো. শহীদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, সিপিপি সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, ধুলাসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল রহিম আকন্দ, ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেদায়াত উল্লাহ জেহাদী, গোলাপ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. আব্দুর রহিম এবং ধুলাসার উপকূল সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের নির্বাহী পরিচালক উম্মে হাফসা রিপাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি ও কর্মকর্তারা।

সভায় প্রকল্পের ডিভিশনাল কো-অর্ডিনেটর মো. মাইনুদ্দীন ২০২৫-২৬ অর্থবছরের জন্য নির্ধারিত কর্মকাণ্ড ও বাজেট উপস্থাপন করেন।

প্রকল্পের কো-অর্ডিনেটর মো. শহিদুল ইসলাম শিশির জানান, এবছর প্রকল্পটির তৃতীয় পর্ব বাস্তবায়নের কাজ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘দি শেয়ার ট্রাস্ট’-এর সহযোগিতায় শুরু হয়েছে। কলাপাড়াসহ বরগুনা জেলার তালতলি, খুলনা জেলার কয়রা এবং সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলাসহ মোট চারটি উপজেলায় সুন্দরবন কোয়ালিশনের ১৫টি সদস্য সংস্থা এ প্রকল্পে যুক্ত থেকে কাজ করছে।

উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ বলেন, “প্রকল্পের প্রতিটি কর্মকাণ্ড স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হয়েছে, যা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।”

তিনি আরও বলেন, “যেসব কার্যক্রম বাস্তবায়িত হবে, সেগুলো দৃশ্যমান পরিবর্তন আনবে এবং স্থানীয় জনগণের দুর্যোগ সহনশীলতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।”

কর্মকাণ্ড বাস্তবায়নের সময় স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়মিত পরামর্শ করার আহ্বান জানান ইউএনও।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...