বিজ্ঞাপন
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন সময়ে তাদের আটক করা হয়েছে। সন্ধ্যায় ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলার হাটুভাঙ্গা এলাকার জিল্লুর রহমানের ছেলে ও ছাত্রলীগের উপজেলার যুগ্ম-আহ্বায়ক কাবিলুর রহমান সোহেল (২৪), একই উপজেলার কায়স্থগ্রামের আব্দুল খালেকের ছেলে মুহিবুল ইসলাম কাওসার (২৭), পূর্ব ফরিদপুর (নয়বাজার) গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে সায়মন আহমদ (২০), হাটুভাঙ্গা মাদরাসা এলাকার বাসিন্দা ফরিদ চৌধুরীর ছেলে সিজিল চৌধুরী (২৮) ও পশ্চিম ফরিদপুর গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে মিনহাজ উদ্দিন মাহিন (২০)।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে কচুয়াবহর এলাকায় চেকপোস্টে অভিযান চালিয়ে কাবিলুর রহমান সোহেলকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, যুক্তরাষ্ট্র প্রবাসী নিউইয়র্ক যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমানের নির্দেশে ১৩ নভেম্বর ফেঞ্চুগঞ্জ রেললাইনের স্লিপার খুলে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করা হয়েছিল। সেই নাশকতা বাস্তবায়নের জন্য আরও কয়েকজনকে সম্পৃক্ত করার চেষ্টা করা হচ্ছিল।
পুলিশের তথ্যমতে, কাবিলুর রহমান সোহেল যে ব্যক্তিদের নাম জানিয়েছিলেন, তাদের মধ্যে আরও চারজনকে পরে আটক করা হয়।
আটকের সময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি স্কচটেপ, পলিথিনে মোড়ানো ৩৫০টি মারবেল, ৪টি প্লাস্টিকের বালতি ও ধানের ভুসি জব্দ করা হয়েছে।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, “ফেঞ্চুগঞ্জ থানায় নাশকতা পরিকল্পনা ও চেষ্টার অভিযোগে আটক পাঁচজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। এরপর তাদের আদালতে পাঠানো হয়েছে।”
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...