Logo Logo

সকালেই পথে হামলা

ছিনতাইকারীর হাতে বিকাশ কর্মী আহত, খোয়ালেন ২ লাখ টাকা


ভোরের বাণী

Splash Image

বগুড়ার শেরপুর উপজেলায় সশস্ত্র ছিনতাইকারীদের হাতে আহত হয়েছেন সোহরাব হোসেন (৩২) নামে এক বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসার। ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে দুই লাখ টাকা লুট করে মোটরসাইকেলে পালিয়ে যায়।


বিজ্ঞাপন


বুধবার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে শেরপুর উপজেলার হাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত সোহরাব বগুড়ার শাহজাহানপুর উপজেলার দুরুলিয়া গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সোহরাব হোসেন নিজেই জানান, তিনি জগন্নাথপাড়া এলাকার ‘নিদ্রাবিলাশ’ নামক স্থান থেকে বিকাশ কালেকশন বাবদ দুই লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে হাজীপুরে যাচ্ছিলেন।

পথে শেরপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে পৌঁছালে পেছন থেকে মোটরসাইকেলযোগে আসা দুই ছিনতাইকারী তাঁর পিঠে থাকা ব্যাগ ছিনিয়ে নিতে চেষ্টা করে। বাধা দিলে ছিনতাইকারীরা তাঁর ডান হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী রাসেল মাহমুদ ও মানিক দাস জানান, ঘটনাটি মুহূর্তেই ঘটে এবং ছিনতাইকারীরা দ্রুত মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যায়।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, “ঘটনার পরপরই অভিযান শুরু হয়েছে। ছিনতাইকারীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজসহ অন্যান্য তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। আমরা দ্রুত অপরাধীদের গ্রেফতার করব বলে আশা করছি।”

প্রতিবেদক-মাসুম বিল্লাহ, বগুড়া।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...