ভুক্তভোগী শিক্ষার্থী তানভীর আহম্মেদ।
বিজ্ঞাপন
তানভীর চাটখিল পৌরসভার সুন্দরপুর গ্রামের চৌকিদার বাড়ির মৃত নূর হোসেনের ছেলে। তিনি চলতি বছর ঢাকার মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি উত্তীর্ণ হয়ে উচ্চশিক্ষায় ভর্তির অপেক্ষায় রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৫ নভেম্বর) সকালে তানভীর ঢাকা থেকে বাড়ি আসেন এবং কিছুক্ষণ পর মোবাইলে তার পৈত্রিক সম্পত্তির ছবি তুলতে যান। এ সময় একই গ্রামের শহিদ উল্লাহ (৬০), রাব্বি (৩০), বেলায়েত হোসেন কিরণ (৫৫), ফেরদৌসী বেগম (৫০) ও মানিক (৫০) তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা তানভীরকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করেন। এমনকি গলা চেপে ধরে শ্বাসরোধ করে একটি গর্তে ফেলে হত্যার চেষ্টা করে বলে অভিযোগ পাওয়া গেছে।
হামলাকারীরা তানভীরের পরিধেয় কাপড় ছিঁড়ে ফেলাসহ তার সঙ্গে থাকা নগদ টাকা লুট করে নেয় এবং বিভিন্ন ধরনের প্রাণনাশের হুমকি দেয়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, “তানভীরের করা অভিযোগটি পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
প্রতিবেদক- মোঃ হাসান, চাটখিল, নোয়াখালী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...