বিজ্ঞাপন
শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে সংগঠনের সভাপতি হিসেবে মো. নাজমুল হক হেলাল এবং সম্পাদক হিসেবে আহম্মেদ হোসেন আহমেদ নির্বাচিত হন।
এবারের নির্বাচনে বাজারের দোকান মালিকদের মধ্য থেকে মোট ১৯৮ জন ভোটার ১৬টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের প্রধান কমিশনারের দায়িত্ব পালন করেন ইটাখোলা ইউনিয়ন পরিষদের সদস্য মজিবুল ইসলাম ও মো. মশিউর রহমান। প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন ইটাখোলা কালিতলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুছ ছাদেক। একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শঙ্কর চন্দ্র এবং সিনিয়র শিক্ষক মো. কামাল হোসেন সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে ছিলেন সদর থানার এসআই সজীব শাহসহ ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনী। ভোটগ্রহণ শেষে দীর্ঘ সময় ধরে গণনা কার্যক্রম সম্পন্ন হয়। পরে জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে সহ-সভাপতি পদে মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক পদে এমদাদুল হক (মনোয়ার) এবং সাংগঠনিক সম্পাদক পদে রুবেল ইসলাম নির্বাচিত হন।
এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কোষাধ্যক্ষ কানু পদ রায়, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, ইসলাম ধর্মীয় সম্পাদক আবুল হাসান, হিন্দু ধর্মীয় সম্পাদক জোগেস চন্দ্র রায় এবং সদস্য পদে আবু বক্কর, আব্দুর রহিম ও রশিদুল।
ভোটারদের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। একাধিক ভোটার জানান, তারা আশা করেন—নির্বাচিত কমিটি দোকান মালিকদের সুখ-দুঃখে পাশে থাকবে এবং বাজারকে আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা করবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...