Logo Logo

১২ দফা দাবিতে উত্তরা ইপিজেডে শ্রমিকদের বিক্ষোভ


Splash Image

নীলফামারীর উত্তরা এক্সপোর্ট প্রসেসিং জোনের (ইপিজেড) সোনিক বাংলাদেশ লিমিটেডে শ্রমিক ছাঁটাই বন্ধসহ ১২ দফা দাবিতে বিক্ষোভ করছেন শ্রমিকরা।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে উত্তরা ইপিজেডের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেন তারা।

বিক্ষোভকারীরা অভিযোগ করে জানান, কোনো কারণ ছাড়াই কারখানার দুই শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। এছাড়া পারিবারিক প্রয়োজন বা সমস্যায় ছুটি চাইলে তা অনুমোদন করা হয় না। তারা দুপুরের খাবারের সময় বৃদ্ধি, নির্ধারিত সময়ে ছুটি প্রদান ও ছাঁটাই হওয়া শ্রমিকদের দ্রুত পুনর্বহালের দাবিও জানান।

সনিক বাংলাদেশ লিমিটেডের শ্রমিক আলামিন ইসলাম বলেন, “কোনো কারণ ছাড়া আমাদের দুইজন সহকর্মীকে ছাঁটাই করা হয়েছে। এভাবে ইচ্ছেমতো ছাঁটাই আমরা মেনে নেব না। আমাদের সহকর্মীদের চাকরিতে বহালসহ সব দাবি মানতে হবে।”

উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার বলেন, সনিক বাংলাদেশ লিমিটেড কর্তৃপক্ষ নিজস্ব নীতিমালা অনুযায়ী দুই শ্রমিককে অব্যাহতি দিয়েছে। পরে শ্রমিকরা এ সিদ্ধান্ত মেনে না নিয়ে তাদের বহালসহ ১১ দফা দাবি উত্থাপন করেন। কর্তৃপক্ষ দাবিগুলো বিবেচনায় নিয়েছে, তবে শ্রমিকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ জানান, জেলা প্রশাসকের কার্যালয়ে শ্রমিকরা অবস্থান করছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...