বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বুধবার দুপুর ১টার দিকে গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় অবস্থিত স্ট্যান্ডার্ড ফিনিক্স কয়েল কারখানায় হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে কারখানার নিরাপত্তাকর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন, কিন্তু আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় পরে ফায়ার সার্ভিসকে জানানো হয়।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম অফিসার লিমা খানম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “এই মুহুর্তে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। আরও দুইটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।”
তিনি আরও জানান, দুপুর ১টার দিকে ফিনিক্স ক্যামিক্যাল গোডাউনে আগুন লাগার খবর পাওয়া যায়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন লাগা ভবনের আশপাশের বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।
ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালাচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...