Logo Logo

জামালপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ এএসআই সম্মাননা পেলেন আশরাফুল আলম শান্ত


Splash Image

জামালপুর জেলা পুলিশের মাসিক মূল্যায়নে বকশীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আশরাফুল আলম শান্ত শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হয়েছেন। দায়িত্বশীলতা, কর্মদক্ষতা, সততা ও পেশাদারিত্বের ভিত্তিতে তাঁকে এই সম্মাননায় ভূষিত করা হয়।


বিজ্ঞাপন


জামালপুর জেলা পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে এএসআই আশরাফুল আলম শান্ত-এর জন্য আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরবর্তীতে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহম্মেদ জেলা পুলিশ থেকে প্রাপ্ত সেই ক্রেস্ট থানায় এনে এএসআই শান্ত-এর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন।

ক্রেস্ট প্রদানকালে ওসি খন্দকার শাকের আহম্মেদ বলেন— “শান্ত দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও সাহসিকতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ দমন এবং জনগণকে দ্রুত সেবা দিতে তাঁর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। তাঁর এই অর্জন বকশীগঞ্জ থানার জন্য গর্বের।”

এএসআই আশরাফুল আলম শান্ত বলেন— “জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে স্বীকৃতি পাওয়া আমার বড় ভাগ্য। এই সম্মাননা আমাকে আরও দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে। জনগণের নিরাপত্তার জন্য আন্তরিকভাবে কাজ করে যেতে চাই।”

থানা প্রাঙ্গণে ক্রেস্ট প্রদান অনুষ্ঠানকে কেন্দ্র করে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। থানার কর্মকর্তা-কর্মচারীরা এএসআই শান্তকে অভিনন্দন জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...