বিজ্ঞাপন
সরকারি বেতন কাঠামোতে বৈষম্য দূরীকরণ, বেতন গ্রেড সংশোধন, ডিপ্লোমা ও মিডওয়াইফারি নার্সদের সমান মর্যাদা নিশ্চিতসহ বেশ কয়েকটি দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি পালন করেন নার্সরা।
স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাঙ্গণে ব্যানার সামনে দাঁড়িয়ে নার্সরা শান্তিপূর্ণভাবে দুই ঘণ্টাব্যাপী এ অবস্থান কর্মসূচি পালন করেন। তারা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি জানিয়ে আসলেও তা সমাধান না হওয়ায় বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন।
অংশগ্রহণকারীরা বলেন, দেশের স্বাস্থ্যসেবার একটি বড় অংশ নার্সরা পরিচালনা করে থাকেন। অথচ এখনো তাদের ন্যায্য গ্রেড, পদোন্নতি ও মর্যাদা নিশ্চিত করা হয়নি। দ্রুত দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা।
স্থানীয়ভাবে কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং নার্সরা আশা প্রকাশ করেন—সরকার দ্রুত তাদের যৌক্তিক দাবির বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...