বিজ্ঞাপন
বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার রাবার বাগান ঈদগাহ্ বস্তি এলাকায় আয়োজিত এ কর্মসূচির মধ্যে ছিল উদ্বোধন অনুষ্ঠান, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, মেলা পরিদর্শন এবং পুরস্কার বিতরণ।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি সহকারী কমিশনার (ভূমি) এস. এম. আকাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অফিসার নবীউল কারিম সরকার, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাইলী হক প্রীতি এবং উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আরমান ওয়াহিদ আনসারী।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের লাইভস্টক এক্সটেনশন অফিসার ডা. রেজাউল ইসলাম, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) আব্দুল্লাহ আল মাসুদসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, স্টল খামারীগণ, এলাকার সুধী সমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা।
উদ্বোধনী আলোচনা সভা পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয়।
জানা গেছে, এবারের প্রদর্শনী মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও খামারিদের অংশগ্রহণে মোট ৩০টি স্টল স্থান পেয়েছে। স্টলগুলোতে গরু, মহিষ, ছাগল, ঘোড়া, ভেড়াসহ নানা জাতের পশু প্রদর্শন করা হয়। মেলা শেষে ৬টি ক্যাটাগরিতে স্টল খামারিদের মাঝে নগদ অর্থ পুরস্কার হিসেবে বিতরণ করা হয়।
আয়োজকরা আশাবাদ ব্যক্ত করে বলেন, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে গৃহীত ধারাবাহিক কর্মসূচি প্রাণিসম্পদ উন্নয়ন, প্রযুক্তি বিনিময় এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...