বিজ্ঞাপন
বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) তেঁতুলিয়ার আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদ জামান। আলোচক হিসেবে বক্তব্য রাখেন জিআইএস অ্যানালিস্ট (রেটস) মো. মাহফুজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলী খান, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আলামিন, এলজিইডির সার্ভেয়ার জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন রঞ্জু, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অফিসার ও বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের প্রশাসক নবীউল কারিম সরকারসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, দলীয় নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা।
কর্মশালায় অংশগ্রহণকারীরা উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন গ্রামীণ সড়কের অগ্রাধিকার নির্ধারণ এবং কোর রোড নেটওয়ার্ক গঠনের বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। আলোচনায় স্থানীয় যোগাযোগব্যবস্থার উন্নয়ন, টেকসই সড়ক পরিকল্পনা এবং জনসাধারণের সুবিধা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আলোচনা শেষে প্রস্তাবিত সড়ক নেটওয়ার্ক যাচাই-বাছাই করে গেজেটভুক্ত করার দায়িত্ব থাকবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ওপর।
প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদ জামান বলেন, কোর রোড নেটওয়ার্ক সড়ক নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা স্থানীয় জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে। এর মাধ্যমে টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...