Logo Logo

অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ : আপিল বিভাগ


Splash Image

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়ার বৈধতা নিয়ে করা চ্যালেঞ্জে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ লিভ টু আপিল খারিজ করে এই আদেশ দেন। এর ফলে অন্তর্বর্তী সরকারের বৈধতা বিষয়ে হাইকোর্টের রায়ই দেশের সর্বোচ্চ আদালতেও টিকে রইল।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদের করা লিভ টু আপিলের আবেদন খারিজ হওয়ায় মামলার এখতিয়ার এখানেই শেষ হলো। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। আর রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মহসীন রশিদ। ইন্টারভেনর হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

এর আগে বুধবার (৩ ডিসেম্বর) শুনানি শেষে বৃহস্পতিবার রায় ঘোষণার দিন ধার্য করেছিলেন আদালত। চলতি সপ্তাহের শুরুতেই—২ ডিসেম্বর—আপিল বিভাগে লিভ টু আপিলের ওপর শুনানি শুরু হয়। সেদিন আইনজীবী শিশির মনির যুক্তি তুলে ধরে বলেন, “জনগণের বৈধতাই সবচেয়ে বড় বৈধতা; বৈধতার ভিত্তি জনগণের আস্থা ও বিশ্বাস।”

এই প্রক্রিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল আদালত অবমাননা ইস্যু। ১২ নভেম্বরের শুনানিতে আদালত সম্পর্কে বিরূপ মন্তব্য করায় আইনজীবী মহসিন রশিদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তোলেন অ্যাটর্নি জেনারেল। পরে আপিল বিভাগ তার কাছে ব্যাখ্যা চায়।

গত বছরের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী মহসিন রশিদ। কিন্তু হাইকোর্ট রিট খারিজ করে জানায়—জনগণ বৈধতা দেওয়ায় অন্তর্বর্তী সরকার নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। এরপর তিনি আপিল বিভাগের দ্বারস্থ হয়ে লিভ টু আপিলের আবেদন করলেও সর্বোচ্চ আদালত সেটি খারিজ করে দিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...