Logo Logo

আদালত অবমাননার অভিযোগ

নিঃশর্ত ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন বিএনপি নেতা ফজলুর রহমান


Splash Image

ছবি : সংগৃহীত।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পর্কে বিরূপ মন্তব্যের ঘটনায় দায়ের করা আদালত অবমাননা মামলায় নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ফজলুর রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে আইনজীবীদের একটি দলসহ তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ হাজির হয়ে ক্ষমা প্রার্থনা ও ব্যাখ্যা সংবলিত আবেদন দাখিল করেন। শুনানি শেষে ট্রাইব্যুনাল আবেদনটি মঞ্জুর করে তাকে অব্যাহতি প্রদান করে।

শুনানির সময় ট্রাইব্যুনালের প্রতি নিজের সম্মান প্রদর্শন করে ফজলুর রহমান বলেন, “আল্লাহর পরই আপনাদের প্রতি আমার সম্মান।”

এর আগে, আদালত অবমাননা মামলার শুনানিতে উপস্থিত থাকার নির্দেশে তিনি ট্রাইব্যুনালে হাজির হন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ আজ এ বিষয়ে শুনানি ও আদেশ প্রদান করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন—বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।

প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে গত ৩০ নভেম্বর ট্রাইব্যুনাল অ্যাডভোকেট ফজলুর রহমানকে তলব করে ৮ ডিসেম্বর সশরীরে হাজির থাকার নির্দেশ দিয়েছিল। আদালত তাকে উপস্থিত হয়ে অবমাননা সম্পর্কিত বিষয়ে ব্যাখ্যা দিতে বলেন।

বিষয়টি নিয়ে ট্রাইব্যুনালের আজকের শুনানিতেই নিঃশর্ত ক্ষমা গ্রহণ করে মামলাটি নিষ্পত্তি করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...