বিজ্ঞাপন
গত রবিবার (৭ ডিসেম্বর) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা থেকে অভিযুক্ত যুবককে আটক করা হয়। আটক মোজাম্মেল হকের বাড়ি নেত্রকোনা জেলার কালিকাপুর গ্রামে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ ডিসেম্বর ভোরে চরভদ্রাসন উপজেলার উত্তর আলম নগর মধুসিকদারের ডাঙ্গী এলাকার মোল্লাবাড়ি জামে মসজিদে আরবি পড়তে যায় ওই শিশুকন্যাটি। এ সময় মসজিদের ইমাম মো. মোজাম্মেল হক শিশুটিকে সুকৌশলে মসজিদের ভেতরে আটকে রাখেন। এরপর তিনি মসজিদের গেট বন্ধ করে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করেন। ঘটনাটি কাউকে না বলার জন্য ভয়ও দেখানো হয় শিশুটিকে।
ভুক্তভোগী শিশুটি বাড়িতে ফিরে তার মাকে বিষয়টি জানায়। প্রাথমিকভাবে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও ভুক্তভোগী পরিবার বিচার না পাওয়ায় ৫ ডিসেম্বর শিশুটির মা বাদী হয়ে চরভদ্রাসন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্ত ইমামকে ধরতে অভিযানে নামে এবং তাকে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতার করে।
এ বিষয়ে চরভদ্রাসন থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ রফিকুজ্জামান বলেন, "শিশুটির মা মামলা দায়ের করার পর আমরা তথ্য প্রযুক্তির সহযোগিতা নিয়ে ধর্ষক মো. মোজাম্মেল হককে ঢাকা থেকে গ্রেফতার করি। এরপর সোমবার তাকে আদালতে পাঠানো হলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।"
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...