বিজ্ঞাপন
বক্স অফিস পরিসংখ্যান অনুযায়ী, আল্লু অর্জুনের ‘পুষ্পা টু’ মুক্তির দ্বিতীয় রোববারে আয় করেছিল ৫৪ কোটি রুপি। সেখানে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ একই দিনে ৫৮ কোটি রুপি আয় করে সেই রেকর্ড ছাপিয়ে যায়। উল্লেখযোগ্য বিষয় হলো—‘পুষ্পা টু’ মুক্তির পর সালমান খান ও আমির খানের মতো বড় সুপারস্টারের সিনেমা প্রেক্ষাগৃহে এলেও এমন সাফল্য দেখাতে পারেনি, যা বর্তমানে রণবীর সিংয়ের এই সিনেমা দেখাচ্ছে।
মুক্তির মাত্র ১০ দিনের মাথায় ‘ধুরন্ধর’ ভারতে মোট আয় করেছে ৩৫১ কোটি ৬১ লাখ রুপি। সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, অক্ষয় খান্না ও আর মাধবন অভিনীত সিনেমাটি দ্বিতীয় সপ্তাহান্তেই প্রায় ১১১ কোটি রুপি আয় করেছে বলে জানা গেছে।
বাণিজ্য বিশ্লেষকদের মতে, ভারতীয় বক্স অফিসে আপাতত বড় কোনো নতুন সিনেমা মুক্তি না পাওয়ায় ‘ধুরন্ধর’ বড়দিন ও নববর্ষের ছুটির পূর্ণ সুবিধা পেতে যাচ্ছে। এই ধারাবাহিক সাফল্য অব্যাহত থাকলে খুব দ্রুতই সিনেমাটি ৫০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করতে পারে বলে তারা আশাবাদ প্রকাশ করছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...