Logo Logo

সরাইলে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা মোবারক হোসাইনের গণসংযোগ ও মতবিনিময়


Splash Image

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনের জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোবারক হোসাইন রবিবার (১৪ ডিসেম্বর) সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি গ্রামে ইউনিয়ন ভিত্তিক গণসংযোগ ও মতবিনিময় সভা করেছেন।


বিজ্ঞাপন


সভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত সরাইল উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা কুতুব উদ্দিন এবং ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ তরিকুল ইসলাম তারেক। এছাড়া অংশগ্রহণ করেন স্থানীয় সমর্থক সালাউদ্দিন আহমেদ এবং অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়নের দায়িত্বশীল নেতাকর্মীরা।

সভায় প্রার্থী মাওলানা মোবারক হোসাইন এলাকায় জনগণকে আশ্বস্ত করেন এবং আগামী নির্বাচনে সমর্থনের আহ্বান জানান। গণসংযোগ ও মতবিনিময় সভার পর প্রার্থীর নেতৃত্বে উপস্থিত নেতাকর্মীরা শহীদ যোদ্ধা রায়হান উদ্দিনের কবর জিয়ারত করেন এবং দোয়া করা হয়।

জামায়াতে ইসলামী জেলা শাখার পক্ষ থেকে এই ধরনের ইউনিয়ন ভিত্তিক গণসংযোগ কার্যক্রম আগামী দিনে আরও সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...