Logo Logo

নীলফামারীতে ধানের শীষের জয়ের লক্ষ্যে প্রচরণায় রামনগর ওয়ার্ড বিএনপি


Splash Image

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-২ (সদর) আসনে বিএনপির দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থী জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা যুবদলের সাবেক সভাপতি আলহাজ্ব এ এইচ এম সাইফুল্লাহ রুবেলের পক্ষে মাঠে নেমেছেন দলীয় নেতাকর্মীরা। প্রিয় এই প্রার্থীকে বিজয়ী করতে জনগণের দোরগোড়ায় দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন তারা।


বিজ্ঞাপন


সোমবার (১৫ ডিসেম্বর) ভোরের পাখি ডাকা সকালে নীলফামারী সদর উপজেলার রামনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে শুরু হয় গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম। এ সময় নেতাকর্মীরা পাড়া-মহল্লায় গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের হাতে তুলে দেন।

গণসংযোগকালে নেতাকর্মীরা পথচারী, কৃষিক্ষেত, বাজার ও প্রত্যন্ত অঞ্চলে পায়ে হেঁটে ভোটারদের কাছে পৌঁছান। তারা ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে দোয়া কামনা করেন এবং জনগণের সুখ-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন ওই ওয়ার্ডের সাবেক সভাপতি মো. আতাউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গুলজার রহমান, ইউনিয়ন যুবদলের সভাপতি মুসা ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ বলেন, নীলফামারী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব এ এইচ এম সাইফুল্লাহ রুবেলকে বিপুল ভোটে জয়ী করতে আমরা বদ্ধপরিকর। নির্বাচনী প্রচারণার পাশাপাশি এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকাই আমাদের প্রধান লক্ষ্য।

স্থানীয় বাসিন্দা ময়না রানী বলেন, “যে আমাদের সুখ-দুঃখের সাথী হবে, আমরা তাকেই ভোট দেব।”

এদিকে ৭০ বছর বয়সী আব্দুল মান্নান বলেন, “ভোটের পরিবেশ যদি সুন্দর ও সুশৃঙ্খল থাকে, তাহলে আমরা অবশ্যই ভোট দিতে যাব।”

উল্লেখ্য, নির্বাচনী তফসিলকে সামনে রেখে নীলফামারী-২ আসনে বিএনপির নেতাকর্মীরা জোরদার প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং ভোটারদের মাঝে আশার আলো জাগাতে সক্রিয় ভূমিকা রাখছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...