বিজ্ঞাপন
সোমবার (১৫ ডিসেম্বর) ভোরের পাখি ডাকা সকালে নীলফামারী সদর উপজেলার রামনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে শুরু হয় গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম। এ সময় নেতাকর্মীরা পাড়া-মহল্লায় গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের হাতে তুলে দেন।
গণসংযোগকালে নেতাকর্মীরা পথচারী, কৃষিক্ষেত, বাজার ও প্রত্যন্ত অঞ্চলে পায়ে হেঁটে ভোটারদের কাছে পৌঁছান। তারা ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে দোয়া কামনা করেন এবং জনগণের সুখ-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন ওই ওয়ার্ডের সাবেক সভাপতি মো. আতাউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গুলজার রহমান, ইউনিয়ন যুবদলের সভাপতি মুসা ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, নীলফামারী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব এ এইচ এম সাইফুল্লাহ রুবেলকে বিপুল ভোটে জয়ী করতে আমরা বদ্ধপরিকর। নির্বাচনী প্রচারণার পাশাপাশি এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকাই আমাদের প্রধান লক্ষ্য।
স্থানীয় বাসিন্দা ময়না রানী বলেন, “যে আমাদের সুখ-দুঃখের সাথী হবে, আমরা তাকেই ভোট দেব।”
এদিকে ৭০ বছর বয়সী আব্দুল মান্নান বলেন, “ভোটের পরিবেশ যদি সুন্দর ও সুশৃঙ্খল থাকে, তাহলে আমরা অবশ্যই ভোট দিতে যাব।”
উল্লেখ্য, নির্বাচনী তফসিলকে সামনে রেখে নীলফামারী-২ আসনে বিএনপির নেতাকর্মীরা জোরদার প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং ভোটারদের মাঝে আশার আলো জাগাতে সক্রিয় ভূমিকা রাখছেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...