বিজ্ঞাপন
সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা থেকে এফপিএবি ফরিদপুর শাখার মিলনায়তনে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে এই অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মোট ৮ জন হতদরিদ্র ও নির্যাতিত গর্ভবতী নারীকে জনপ্রতি দুই হাজার টাকা করে এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এফপিএবি ফরিদপুর শাখার কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. আইয়ুব খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা সমাজসেবা অধিদপ্তর কার্যালয়ের উপ-পরিচালক এ.এস.এম. আলী আহসান। তিনি বলেন, গর্ভকালীন সময়ে হতদরিদ্র ও নির্যাতিত নারীদের আর্থিক সহায়তা দেওয়া হলে নিরাপদ প্রসব নিশ্চিত করা সহজ হয় এবং মাতৃস্বাস্থ্যের ঝুঁকি কমে আসে। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফপিএবি ফরিদপুর শাখার জেলা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বাসুদেব দাস, মেডিকেল অফিসার ডা. এলিজা সুলতানা, কো-অর্ডিনেটর (অর্থ) সাবিনা আক্তার এবং কো-অর্ডিনেটর (প্রোগ্রাম) সীমা আক্তার।
অনুষ্ঠান শেষে উপকারভোগী নারীরা এই সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...