বিজ্ঞাপন
ইতোমধ্যে সমাধিতে ধোয়া-মোছা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রং করার কাজ সম্পন্ন হয়েছে। বিজয় দিবসের প্রথম প্রহরে উপজেলা প্রশাসন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের পরিবার এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পক্ষ থেকে শহীদ বীরশ্রেষ্ঠের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পৃথকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে।
মঙ্গলবার সকালে বিজিবির পক্ষ থেকে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের প্রতি গার্ড অব অনার প্রদান করা হবে। পাশাপাশি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদসহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে বীরত্বের সঙ্গে অংশ নেন বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ। একপর্যায়ে শত্রুর হাতে নির্মমভাবে শহীদ হন তিনি। পরবর্তীতে যশোরের শার্শা উপজেলার কাশীপুরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাধিস্থ করা হয়।
প্রতিবছর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্ম ও মৃত্যুবার্ষিকী, মহান বিজয় দিবস এবং স্বাধীনতা দিবসে উপজেলা প্রশাসন, বিজিবিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে জাতির এই শ্রেষ্ঠ সন্তানের বীরত্বগাথা স্মরণ করে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...