Logo Logo

মুকসুদপুরে নবাগত ইউএনও’র মতবিনিময়


Splash Image

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবিরের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এই মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাতসহ উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানরা।

মতবিনিময় সভায় নবাগত ইউএনও মাহমুদ আশিক কবির বলেন, মুকসুদপুর উপজেলার সার্বিক উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং একটি জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি আসন্ন নির্বাচনের প্রসঙ্গ টেনে আইন ও আচরণবিধি মেনে যার যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, ইউএনও মাহমুদ আশিক কবির এর আগে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...