Logo Logo

পাইকগাছায় ১২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার


Splash Image

পাইকগাছা থানার পুলিশ উপজেলার বিরাশি গ্রামের তোফাজ্জল মোড়লের ছেলে নজরুল ইসলাম (৪৬) নামে এক ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে কপিলমুনি ইউনিয়নের বিরাশি মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।


বিজ্ঞাপন


পুলিশ সূত্রে জানা যায়, নজরুল ইসলাম ২০১৭ সালে খুলনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের দ্বারা ১০ বছরের সশ্রম দণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা কার্যকর হওয়া আসামি। জরিমানা অনাদায়ে তার আরও দুই বছরের বিনাশ্রম দণ্ড হওয়ার সিদ্ধান্ত হয়েছিল। দীর্ঘদিন ধরে তিনি পালাতক ছিলেন।

পাইকগাছা থানার উপ-পুলিশ পরিদর্শক আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ ও খুলনা জেলা পুলিশ সুপারের নির্দেশে তাকে গ্রেফতার করা হয়েছে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া বলেন, “গ্রেফতারকৃত নজরুল ইসলামকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।”

পুলিশ জানিয়েছে, তাকে গ্রেফতারের মাধ্যমে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও পলাতক দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।

প্রতিবেদক- মোঃ আসাদুল ইসলাম, পাইকগাছা, খুলনা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...