Logo Logo

রামুতে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ আটক- ১


Splash Image

রামুতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে কক্সবাজারের রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)।


বিজ্ঞাপন


আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১:৪০ ঘটিকায় রামু ব্যাটালিয়নের অধীনে মরিচ্যা যৌথ চেকপোস্টে টহল চলাকালে একটি সন্দেহজনক সিএনজি থামানো হয়। লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ এর দিক নির্দেশনায় সহকারী পরিচালক মোঃ কবির হোসেন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

চালক ওমর ফারুক (১৮) কে প্রথমে সন্দেহজনক মনে করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অস্বীকার করেন। পরে সিএনজির চেসিসের ভিতরে বিশেষভাবে লুকানো অবস্থায় তল্লাশি চালিয়ে ৩০ লাখ টাকার ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত আসামি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার জালাল উদ্দীন এর পুত্র ওমর ফারুক।

রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ নিশ্চিত করেছেন, আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিবেদক- মোহাম্মদ শাহজাহান, রামু, কক্সবাজার।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...