Logo Logo

ফরিদপুরে মহান বিজয় দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন


Splash Image

ফরিদপুরে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ স্মৃতি ফলকে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে সাতটায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে জেলা প্রশাসন, জেলা পুলিশ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।


বিজ্ঞাপন


শহরের পুরাতন বাসস্ট্যান্ডস্থ শহীদ স্মৃতি ফলকে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, ফরিদপুর পৌরসভা, ফরিদপুর মহানগর ও জেলা প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি রাজেন্দ্র কলেজ, সরকারি ইয়াসিন কলেজ, সারদাসুন্দরী মহিলা কলেজ, ফরিদপুর সদর উপজেলা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ স্থানীয় জনগণ পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন, মহানগর বিএনপি ও এর সহযোগী সংগঠন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট, জেলা গণঅধিকার পরিষদ, জেলা নাগরিক কমিটি, জেলা সিপিবি, বাসদসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থীরা পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা, জেলা পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডাঃ মাহামুদুল হাসান, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হালিম, ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ দিলরুবা জেবা, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৩ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, যুগ্ম আহবায়ক অবজাল হোসেন খান পলাশ, মহানগর বিএনপির আহবায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জাতীয় নাগরিক পার্টির জেলা আহবায়ক অপুর ঠাকুর, সদস্য সচিব সাইফ খান, জেলা সিপিবি'র সভাপতি আযাদ আবুল কালামসহ স্থানীয় সরকার, বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত সকলেই স্বাধীনতা সংগ্রামে প্রাণাহুতি দেওয়া শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন এবং জাতির ইতিহাসের এই গৌরবময় অধ্যায় স্মরণে প্রতিজ্ঞাবদ্ধ হন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...