Logo Logo

মহান বিজয় দিবসে গোপালগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা


Splash Image

মহান বিজয় দিবস উপলক্ষে গোপালগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৭১ জন মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যকে নগদ ৩ হাজার টাকা, উত্তরীয় এবং ফুল দিয়ে সম্মাননা জানানো হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ অরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ। তারা বলেন, “মুক্তিযোদ্ধাদের অবদান চিরকাল দেশের জনগণের হৃদয়ে অম্লান থাকবে। তাদের আত্মত্যাগ ও সাহসিকতা আমাদের জাতির জন্য গৌরবের প্রতীক।”

অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা এবং পরিবারের সদস্যরা জেলা প্রশাসনের এই উদ্যোগকে দেশের মুক্তিসংগ্রামের প্রতি গভীর সম্মান প্রদর্শনের একটি মূল্যবান উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে মহান বিজয় দিবসের মাহাত্ম্য ও মুক্তিযুদ্ধের ইতিহাসের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি, মুক্তিযোদ্ধাদের অবদানকে স্বীকৃতি দেওয়া হলো।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...