Logo Logo

নালিতাবাড়ীতে নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালিত


Splash Image

আজ ১৬ ডিসেম্বর জাতির ইতিহাসের গৌরবোজ্জ্বল দিন মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর বাঙালি জাতি অর্জন করে কাঙ্ক্ষিত স্বাধীনতা। মহান বিজয় দিবস উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্য উদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে নালিতাবাড়ী শহীদ মিনার পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সর্বস্তরের জনগণ।

সূর্য উদয়ের পরে শ্রদ্ধা নিবেদন করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা আফরিন, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান আল আলম, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান, উপজেলার সকল কর্মকর্তাবৃন্দ, উপজেলা বিএনপি, শহর বিএনপি, তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ, প্রেসক্লাব নালিতাবাড়ীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও সচেতন নাগরিক কমিটি (সনাক) নালিতাবাড়ী, সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনগণ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয় । শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সমাবেশ কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা চত্বরে ৩ দিন ব্যাপি বিজয় মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...