বিজ্ঞাপন
১৬ ডিসেম্বর (মঙ্গলবার) মহান স্বাধীনতা যুদ্ধের বিজয়ের ৫৪তম বর্ষ উপলক্ষে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দিনের শুরুতেই ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা করা হয়। এরপর সকাল ৮টায় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।
বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে জেএসইউ মডেল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শিক্ষার্থীদের ডিসপ্লে। কুচকাওয়াজে অংশগ্রহণ করে বাকেরগঞ্জ থানার পুলিশ বাহিনী, উপজেলা আনসার ব্যাটালিয়ন, ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দসহ বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা।
অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ এবং বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার সোহেল রানা।
অনুষ্ঠান উপভোগ করতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক নারী-পুরুষ ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
এছাড়াও দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। বিকাল ৩টায় উপজেলা প্রশাসন বনাম সাংবাদিকদের মধ্যে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে সন্ধ্যায় আয়োজিত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে, যেখানে বিজয়ের আনন্দে মুখর হয়ে ওঠে পুরো বাকেরগঞ্জ।
প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...