Logo Logo

ফেনীর দাগনভুঞায় মাটি কাটা প্রতিরোধে অভিযানে গ্রেপ্তার ১


Splash Image

ফেনীর দাগনভূঞা উপজেলায় ফসলি জমির মাটি কাটা প্রতিরোধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।


বিজ্ঞাপন


গতকাল রাত ১১টা থেকে রাত ২টা ২০ মিনিট পর্যন্ত দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে মাটি কাটার কাজে নিয়োজিত ১ জনকে গ্রেপ্তার করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানকালে মাটি কাটায় ব্যবহৃত একটি এক্সকাভেটর জব্দ করে নিয়ে আসা সম্ভব না হওয়ায় সেটিকে অকেজো করে দেওয়া হয়।

অভিযানে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করে বাংলাদেশ পুলিশ ও আনসার সদস্যদের দুটি চৌকস টিম, যারা সঙ্গীয় ফোর্স হিসেবে দায়িত্ব পালন করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ফসলি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ মাটি কাটা বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

মশি উদ দৌলা রুবেল,ফেনী

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...