Logo Logo

পুরান ঢাকার লালবাগে প্লাস্টিক কারখানায় আগুন


Splash Image

ছবি: ভিডিও থেকে নেওয়া।

পুরান ঢাকার লালবাগের ইসলামবাগ চেয়ারম্যানঘাট এলাকায় বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক ঘটনাস্থলের সত্যতা নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


তিনি জানান, খবর পেয়ে দুপুর ১টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে। এছাড়াও সিদ্দিকবাজার থেকে আরও ৩টি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পথে রয়েছে।

প্রাথমিকভাবে আগুনের সঠিক কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও তারা সম্পূর্ণ আগুন নিভাতে ক্রমাগত কাজ করে যাচ্ছেন।

স্থানীয়রা জানিয়েছেন, কারখানার ভেতরে বেশ কিছু প্লাস্টিক ও কেমিক্যালের স্টক থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।

স্থানীয় প্রশাসন এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জনসাধারণকে আশেপাশে না থাকার নির্দেশ দিয়েছেন এবং তারা বলছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করে দ্রুত নিয়ন্ত্রণে আনা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...