বিজ্ঞাপন
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা ৩০ মিনিটে মাদারীপুর জেলা প্রশাসন কার্যালয়ের মুক্তিযুদ্ধ প্রাঙ্গনে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী ও শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), ইয়েস গ্রুপ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্কাউটস সদস্য এবং টিআইবি’র কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
এছাড়াও মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মাদারীপুর জেলা প্রশাসনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মহান স্বাধীনতা সংগ্রামের অকুতোভয় সৈনিকদের আত্মত্যাগ ও অবদান শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।
শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদ ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, উন্নত-সমৃদ্ধ, শান্তিময় ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...