বিজ্ঞাপন
বুধবার (১৭ ডিসেম্বর) টঙ্গী কনভেনশন সেন্টারে আয়োজিত এ সভায় তারা প্রকাশ্যে রনির প্রতি সমর্থন জানান এবং ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার অঙ্গীকার করেন।
সমর্থন জানানো সাত নেতা হলেন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক ও গাজীপুর মহানগর যুবদলের সাবেক সভাপতি প্রভাষক বসির উদ্দিন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সিটি কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাভেদ আহমেদ সুমন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি আরিফ হাওলাদার, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির রাজু, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাহউদ্দিন এবং গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহীন।
তারা সবাই পূর্বে বিভক্ত গাজীপুর-২ ও বিলুপ্ত গাজীপুর-৬ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। সভায় নেতারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত। দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। দীর্ঘ ১৫ বছর আওয়ামী দু:শাসনের নির্যাতন সহ্য করার পর দেশ আজ নতুন করে গুপ্ত ষড়যন্ত্রের বেড়াজালে বন্দী। দেশের বৃহত্তর স্বার্থেই সবাই ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে থাকবে।
নেতারা আরও বলেন, দলীয় ঐক্যের মাধ্যমে ধানের শীষ প্রতীকের প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনিকে বিজয়ী করতে সর্বশক্তি নিয়োগ করা হবে।
সভায় আরও বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট ড. সহিদুজ্জামান, আহাম্মেদ আলী রুশদী, সদর মেট্রো থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, বৃহত্তর টঙ্গী থানা বিএনপির সাবেক সভাপতি মাহবুবুল আলম শুক্কুর, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি এ কে এম মোফাজ্জল হোসেন, সদর মেট্রো থানা বিএনপির সাবেক সভাপতি হাসান আজমল ভূইয়া, বিএনপি নেতা রাশেদুল ইসলাম কিরণসহ অনেকে।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম ও সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হালিম মোল্লা, মহানগর কৃষকদলের সভাপতি আতাউর রহমান, মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, মহিলা দলের সদস্য সচিব খাদিজা আক্তার বিনা, ওলামা দলের আহ্বায়ক কাজী মোস্তফা জামান খোকন, মৎস্যজীবী দলের সভাপতি মো. আবুল হোসেনসহ টঙ্গীর পাঁচ থানা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...