বিজ্ঞাপন
সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনায় কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের প্রায় দুই শতাধিক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ লুৎফর রহমান, পিএসসি, জি জামালপুর ইউনিয়নের দুস্থ ও শীতার্ত ২০০টি পরিবারের সদস্যদের হাতে কম্বল ও সোয়েটার তুলে দেন। শীতবস্ত্র পেয়ে শীতার্ত মানুষের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।
এ সময় গাজীপুর সেনা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মোঃ লুৎফর রহমান বলেন, দেশের যেকোনো দুর্যোগ ও সংকটময় মুহূর্তে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম দায়িত্ব। শীতার্ত মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যেই এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। তিনি আরও বলেন, ভবিষ্যতেও দেশের সুবিধাবঞ্চিত মানুষের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
একই সঙ্গে তিনি সমাজের বিত্তবান ও সচেতন মহলকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...