Logo Logo

বরিশাল- ৬ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মুসলিম লীগের কুদ্দুস মোল্লা


Splash Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসন থেকে বাংলাদেশ মুসলিম লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী মুফতী আব্দুল কুদ্দুস মোল্লা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।


বিজ্ঞাপন


বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজের কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহের সময় বাংলাদেশ মুসলিম লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় মুফতী আব্দুল কুদ্দুস মোল্লা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ মুসলিম লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বাকেরগঞ্জবাসী হারিকেন প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করবেন।

প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...