Logo Logo

নড়াইলে আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস পালন


Splash Image

“দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, চাকরি মেলা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, নড়াইলের সহকারী পরিচালক মোঃ আবুল কাশেম।

আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আহসান মাহমুদ রাসেল, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আবুল বাশার আল মামুন, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলু, রেমিট্যান্স যোদ্ধা বাকার মোল্লা, নয়ন তারা প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার টি. এম. রাহসিন কবিরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও প্রবাসী পরিবারের সদস্যরা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বলেন, বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। দক্ষ জনশক্তি তৈরি করতে পারলে দেশের রেমিট্যান্স আয় আরও বাড়বে এবং তা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকার নিরাপদ ও দক্ষ অভিবাসন নিশ্চিত করতে নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করছে।

আলোচনা সভা শেষে সফল প্রবাসী ও রেমিট্যান্স যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি দিনব্যাপী চাকরি মেলার আয়োজন করা হয়, যেখানে আগ্রহী প্রার্থীরা বিভিন্ন চাকরি সংক্রান্ত তথ্য ও পরামর্শ গ্রহণ করেন।

প্রতিবেদক- মোঃ নূরুন্নবী সামদানী, নড়াইল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...