বিজ্ঞাপন
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডক্রিসেন্ট নীলফামারী ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিতরণকালে তিনি বলেন, প্রতি বছরই রেডক্রিসেন্ট মানবতার কল্যাণে কাজ করে। উত্তরবঙ্গের এই কনকনে শীতে অসহায় মানুষগুলো যাতে কিছুটা কষ্ট লাঘব করতে পারে, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের সামর্থ্যবানদেরও এই সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো উচিত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডক্রিসেন্ট ইউনিট সেক্রেটারি ও জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা হক প্রধান বাচ্চু, ইউনিটের সদস্য আসাদুজ্জামান খান রিনো, আলিফ সিদ্দিকী প্রান্তর এবং সৈয়দ মেহেদী হাসান আশিক। এছাড়াও ইউনিট লেভেল কর্মকর্তা ফজলুল করিম ও যুব ইউনিটের সহ-প্রধান ইসমাইল হোসেনসহ অন্যান্য স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উত্তরবঙ্গের প্রবেশদ্বার নীলফামারীতে গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে চরাঞ্চল ও গ্রামাঞ্চলের খেটে খাওয়া মানুষগুলো শীতবস্ত্রের অভাবে কষ্ট পাচ্ছিলেন। এমন পরিস্থিতিতে রেডক্রিসেন্টের এই সহায়তা স্থানীয়দের মাঝে স্বস্তি নিয়ে এসেছে। ইউনিট লেভেল কর্মকর্তা ফজলুল করিম জানান, বাছাইকৃত ৪০০ জন দুস্থ ব্যক্তিকে একটি করে উন্নত মানের কম্বল প্রদান করা হয়েছে এবং আগামীতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...