Logo Logo

মুক্তার অলংকার তৈরি নিয়ে দক্ষতা উন্নয়ন বিষয়ক ১৫ দিনের আবাসিক প্রশিক্ষণ শুরু


Splash Image

গোপালগঞ্জে মুক্তার অলংকার ও অন্যান্য সামগ্রী তৈরিতে হাতে কলমেদক্ষতা উন্নয়ন বিষয়ক উদ্যোক্তাদের ১৫ দিনের আবাসিক প্রশিক্ষণশুরু হয়েছে।


বিজ্ঞাপন


দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প আজ রোববার সকালে গোপালগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের মৎস্য প্রশিক্ষণ কেন্দ্র এ প্রশিক্ষণের আয়োজন করেছে। প্রধান অতিথি প্রকল্প পরিচালক (পিডি) মো: খালিদুজ্জামান এ প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন।

প্রশিক্ষণের ২টি ব্যাচে ঢাকা-বরিশাল ও খুলনা বিভাগের ১০ জেলার ৩০ জন তরুণ-তরুণী উদ্যোক্তা অংশ নিয়েছেন।

এ সময় প্রকল্পের সিনিয়র সহকারী পরিচালক মুহম্মদ মনিরুল ইসলাম, উপ-প্রকল্প পরিচালক মো: খায়রুল ইসলাম, সহকারী প্রকল্প পরিচালক আসলাম হোসেন শেখ, প্রশিক্ষক বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউটের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: ফেরদৌস সিদ্দিকী, বৈজ্ঞানিক কর্মকর্তা মো: নাজমুল হোসেন উপস্থিত ছিলেন।

প্রকল্প পরিচালক (পিডি) মো: খালিদুজ্জামান বলেন, প্রকল্প এলাকায় ঝিনুকের প্রাচুর্য বৃদ্ধিতে পাইলটিং আকারে ঝিনুক ও মুক্তা চাষ প্রদর্শনী স্থাপন করা হয়েছে । শামুক ও ঝিনুক এবং মুক্তা চাষ প্রদর্শনী স্থাপন ও মুক্তার ভ্যালুচেইন উন্নয়নে ‘বি এফ আর আইর কারিগরি সহায়তা গ্রহণকরা হয়েছে। প্রদর্শনী থেকে উৎপাদিত শামুক ও ঝিনুক বিক্রয়ের মাধ্যমে চাষির বিকল্প আয় বৃদ্ধি পাবে। দরিদ্র জনগোষ্ঠীর আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে। এ লক্ষ্যে প্রস্তাবিত প্রকল্পে ১শ’টি ঝিনুক প্রদর্শনীএবং ২শ’ টি ঝিনুকে মুক্তা চাষ প্রদর্শনী স্থাপন করা হয়েছে। বাস্তবতারনিরিখে ও স্থানীয় উপযোগিতার ভিত্তিতে প্রদর্শনীর একক আয়তনকম-বেশি রয়েছে । এছাড়াও উৎপাদিত মুক্তা দিয়ে অলংকার ও অন্যান্য সামগ্রী এবং মুক্তার ভ্যালুচেইন উন্নয়নে আগ্রহী উদ্যোক্তাদের দক্ষতাবৃদ্ধির জন্য হাতে কলমে সংশ্লিষ্ট কাজে দক্ষ কারিগরের মাধ্যমে প্রশিক্ষণদেওয়া হচ্ছে। ২ ব্যাচে একই সাথে ২টি ভেন্যুতে প্রকল্প এলাকার মোট ৩০ জন উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ প্রাপ্ত উদ্যোক্তারা স্থানীয় মৎস্য দপ্তরের সহায়তায় পণ্য উৎপাদন করবেন। দেশীয় ওআন্তর্জাতিক বাজারে উৎপাদিত পণ্য বাজারজাত করণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে ।

এ প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে মৎস্য অধিদপ্তরের উর্ধতন কর্মকর্তা, উদ্যোক্তা এক্সপার্টদেরকে সম্পৃক্ত করা হয়েছে বলে জানান ওইকর্মকর্তা জানান ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...