Logo Logo

উৎসর্গে গড়া গল্প: ১৬ বছরে ১৯ হাজার প্রাণ বাঁচালো ‘উই ফর ইউ’


Splash Image

নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্বেচ্ছাসেবী রক্তদানকারী সামাজিক সংগঠন 'উই ফর ইউ'-এর ১৬তম বর্ষে পদার্পণ উপলক্ষে স্মরণিকার মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (১৫ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ইব্রাহীম মো. সায়েম এবং সঞ্চালনা করেন সিনিয়র সহ-সভাপতি মো. জাকির হোসেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন, বসুরহাট পৌর জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুর রহমান রাজন, সংগঠনের প্রতিষ্ঠাতা ফয়সাল মাহমুদ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন এবং বার্ষিক স্মরণিকার সম্পাদক নোমান শিবলু।

বক্তারা বলেন, “রক্তদানের মতো মহৎ কাজের আনন্দ অন্য কিছুতে পাওয়া যায় না। উই ফর ইউ শুধু সংগঠন নয়—এটি একটি মানবিক পরিবারের নাম। দল-মত যার যার, উই ফর ইউ সবার।”

ফেনী-নোয়াখালীর সাম্প্রতিক ভয়াবহ বন্যাকালে এই সংগঠন পানিবন্দি মানুষের মাঝে খাবার বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করে প্রশংসা কুড়িয়েছে।

উল্লেখ্য, ২০১০ সালের ৫ মে ‘উই ফর ইউ’ যাত্রা শুরু করে। ১৬ বছরে সংগঠনটি ১৯ হাজার ব্যাগ রক্তদান ছাড়াও অসহায়-দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে সামাজিক ভূমিকা রেখে চলেছে। নোয়াখালীর গণ্ডি পেরিয়ে এখন সংগঠনটির কার্যক্রম চলছে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ফেনী ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায়। ইতোমধ্যে এ সংগঠনটি বিভিন্ন স্বীকৃতিও অর্জন করেছে।

-গিয়াস রনি, নোয়াখালি প্রতিনিধি

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...