বিজ্ঞাপন
সোমবার (২৩ জুন) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ১৯তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন, রিসার্চ ফেয়ার এবং একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের মুহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
ড. আবরার বলেন, “বিশ্বাস রাজনৈতিক হতে পারে, কিন্তু সেটি ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ রাখতে হবে। বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞানচর্চার জায়গা—এখানে সকল ছাত্র-ছাত্রী আমার কাছে সমান, আমি তাদের সবার দায়িত্ব পালন করব নিরপেক্ষভাবে।”
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, “আপনি যদি রাজনীতি করতে চান, তাহলে রাজনীতির ময়দানে যান। কিন্তু শিক্ষকতা ও রাজনীতি একসঙ্গে চলতে পারে না। আমরা চাই না কোনো শিক্ষক রাজনীতির জন্য শিক্ষার ক্ষতি করুক।”
নিজের শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “৪০ বছরের শিক্ষকতা জীবনে আমি সব সময় নীতিনিষ্ঠ থাকতে চেষ্টা করেছি। কিন্তু অনেক শিক্ষককে দেখেছি ক্লাস না করে গল্প করে সময় পার করছেন, ছাত্রদের উপেক্ষা করছেন। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক সময় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মেধার চেয়ে ভোটার বিবেচনায় নিয়োগ দেওয়া হতো। এখন সময় এসেছে এ সংস্কৃতি ভেঙে নতুনভাবে বিশ্ববিদ্যালয় ব্যবস্থা ঢেলে সাজানোর।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ, জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ, পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক এবং বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহাম্মদ ইসমাইল তার বক্তব্যে প্রতিষ্ঠাকালীন অবদান রাখা ব্যক্তিদের কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। এ উপলক্ষে প্রথমবারের মতো রিসার্চ ফেয়ার উদ্বোধন, রিসার্চ অ্যাওয়ার্ড, ডিনস অ্যাওয়ার্ড, ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ডসহ একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। দিনব্যাপী নানা আয়োজনে বিকেলে বিভিন্ন ফ্যাকাল্টির রিসার্চ প্রেজেন্টেশন এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
-নোয়াখালী প্রতিনিধি, গিয়াস রনি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...