ভোরের বাণী
ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
বলিউড ও মারাঠি থিয়েটারের বর্ষীয়ান অভিনেতা, পরিচালক ও থিয়েটার বিশেষজ্ঞ মাধব ভাজে আর নেই। বুধবার (৭ মে) ৮৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভারতের গণমাধ্যম সূত্রে জানা গেছে, পুনেতে নিজ বাসভবনে পরলোকগমন করেন এই বহুমাত্রিক শিল্পী।
১৯৪৯ সালের ২১ অক্টোবর পুনেতে জন্মগ্রহণ করা মাধব ভাজে ছিলেন একাধারে একজন অধ্যাপক, থিয়েটার সমালোচক, অভিনেতা ও পরিচালক। ওয়াদিয়া কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক হিসেবে তার শিক্ষকতা জীবন শুরু হলেও, থিয়েটার ও চলচ্চিত্র জগতে তার অবদানও কম নয়।
মাধব ভাজে অভিনয় করেছেন বেশ কয়েকটি জনপ্রিয় হিন্দি ও মারাঠি ছবিতে। বিশেষ করে আমির খান অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এ তাঁর পার্শ্বচরিত্র দর্শকের মনে দাগ কেটেছিল। এছাড়া ‘ডিয়ার জিন্দেগি’, ‘শ্যামচি আই’-এর মতো সিনেমাতেও তার উপস্থিতি দর্শকদের নজরে আসে।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...