Logo Logo

বরেণ্য সংগীতশিল্পী মুস্তাফা জামান আব্বাসী আর নেই


ভোরের বাণী

Splash Image


বিজ্ঞাপন


বাংলা লোকসংগীতের অন্যতম পথপ্রদর্শক, সংগীত গবেষক ও প্রখ্যাত লেখক ড. মুস্তাফা জামান আব্বাসী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার ভোর সাড়ে ৫টায় রাজধানীর বনানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

বরেণ্য এই শিল্পীর মৃত্যুতে দেশ হারালো এক সংগীত সাধককে, যিনি পাঁচ দশকেরও বেশি সময় ধরে লোকসংগীত, বিশেষ করে ভাটিয়ালি, ভাওয়াইয়া এবং নজরুল সংগীতকে বিশ্বমঞ্চে পরিচিত করেছেন। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। গতকাল শুক্রবার শ্বাসকষ্ট দেখা দিলে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তাঁর কন্যা শারমিনী আব্বাসী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ড. মুস্তাফা জামান আব্বাসী ছিলেন উপমহাদেশের কিংবদন্তি পল্লিগীতির শিল্পী আব্বাসউদ্দীন আহমেদের পুত্র। ১৯৩৬ সালের ৮ ডিসেম্বর ভারতের কোচবিহারের বলরামপুর গ্রামে জন্ম নেওয়া আব্বাসী শৈশব কাটান কলকাতায়। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ ও এমএ ডিগ্রি অর্জন করেন। পরে তিনি হার্ভার্ড গ্রুপ থেকে মার্কেটিং বিষয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন।

পেশাগত জীবনে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকসহ বহু গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সংগীত গবেষণার ক্ষেত্রে তাঁর অবদান অনন্য। তিনি ফোক মিউজিক রিসার্চ গ্রুপের নেতৃত্ব দিয়েছেন টানা ৫০ বছর ধরে। তাঁর রচিত গ্রন্থের মধ্যে ‘লোকসঙ্গীতের ইতিহাস’, ‘ভাটির দ্যাশের ভাটিয়ালি’, ‘রুমির অলৌকিক বাগান’, উপন্যাস ‘হরিণাক্ষি’ এবং স্মৃতিকথা ‘স্বপ্নরা থাকে স্বপ্নের ওধারে’ বিশেষভাবে উল্লেখযোগ্য।

বিটিভির ‘ভরা নদীর বাঁকে’, ‘আমার ঠিকানা’, ‘আপন ভুবন’— এই অনুষ্ঠানগুলোতে তার উপস্থাপনা ছিল অত্যন্ত জনপ্রিয়। সমাজসেবায়ও তিনি ছিলেন অগ্রণী। রোটারি ক্লাবের গভর্নর হিসেবে তিনি একাধিক জনকল্যাণমূলক উদ্যোগে যুক্ত ছিলেন।

তার পরিবারে সংস্কৃতির দীর্ঘ ঐতিহ্য ছিল। চাচা আবদুল করিম এবং বোন ফেরদৌসী রহমান ছিলেন খ্যাতনামা সংগীতশিল্পী। স্ত্রী আসমা আব্বাসী ছিলেন শিক্ষিকা ও লেখক; তিনি গত বছর প্রয়াত হন।

আজ শনিবার গুলশানের আজাদ মসজিদে বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হচ্ছে। তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

একুশে পদকপ্রাপ্ত এই কিংবদন্তির প্রয়াণে সংগীতাঙ্গনসহ পুরো জাতির মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...