Logo Logo

হজ মৌসুমে রিয়াজুল জান্নাতে ১৯ লাখ মুসল্লির নামাজ


Splash Image

রিয়াজুল জান্নাতে ১৯ লাখ মুসল্লির নামাজ ছবি- সংগৃহীত

চলতি বছরের হজ মৌসুমে পবিত্র মসজিদে নববির রিয়াজুল জান্নাতে প্রায় ১৯ লাখ ৫৮ হাজার ৭৬ জন মুসল্লি নফল নামাজ আদায় করেছেন। এ তথ্য নিশ্চিত করেছে হারামাইন শরিফাইন কর্তৃপক্ষ।


বিজ্ঞাপন


কর্তৃপক্ষের তথ্যানুসারে, ১ জিলকদ থেকে ২৯ জিলহজ পর্যন্ত সময়ে এই নামাজ আদায়কারীদের সংখ্যা রেকর্ড করা হয়েছে। একই সময়ে রওজা শরিফে জিয়ারত করেছেন ৩৪ লাখ ৪৭ হাজার ৭৯৯ জন মুসল্লি।

হারামাইন কর্তৃপক্ষ জানায়, মুসল্লিদের নির্বিঘ্ন যিয়ারত ও ইবাদতের জন্য সর্বোচ্চ নিরাপত্তা, আরামদায়ক পরিবেশ এবং আধুনিক সুবিধা নিশ্চিত করা হয়েছে।

রিয়াজুল জান্নার ধারণক্ষমতা:

রিয়াজুল জান্নার আয়তন ৩৩০ বর্গমিটার। প্রতি ঘণ্টায় এখানে সর্বাধিক ৮০০ জন মুসল্লি নামাজ পড়তে পারেন। সাধারণত প্রতিটি যিয়ারতকারীর জন্য ১০ মিনিট সময় নির্ধারিত থাকে।

প্রবেশের চার ধাপ:

১. ‘নুসুক’ ও ‘তাওয়াক্কালনা’ অ্যাপের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করা।

২. ইলেকট্রনিক ডিভাইসে কিউআর কোড স্ক্যান করা।

৩. নির্ধারিত স্থানে অপেক্ষা করা।

৪. অনুমোদন পাওয়ার পর যিয়ারতের সুযোগ দেওয়া হয়।

-এমকে

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...