Logo Logo

বাকেরগঞ্জ

৫০ হাজার টাকা চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে তালা


Splash Image

প্রতীকী ছবি

৫০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় বাকেরগঞ্জের আমুয়ার বাজারের এক ব্যবসায়ীর হোটেলে তালা ঝুলিয়ে দেওয়ায় ৭জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।


বিজ্ঞাপন


এ বিষয় বাকেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পাদ্রীশিবপুর ইউনিয়নের আমুয়ার বাজারের ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ আবুল মৃধা।

লিখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করেছেন থানার ওসি আবুল কালাম আজাদ। তিনি অভিযোগ গ্রহণ করে ইতিমধ্যেই থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

চাঁদা দাবির ঘটনায় ৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তরা হলেন মোঃ হিরন খলিফা, মোঃ আকাশ খলিফা, আঃ মন্নান হাওলাদার, শয়ন মৃধা, মোঃ কাওছার মৃধা, মোঃ শাকিব মৃধা ও মোঃ সিয়াম মৃধা।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বড় রঘুনাথপুর গ্রামের হিরন মৃধার পুত্র ছাত্রলীগ কর্মী আকাশ মৃধা ঢাকা থেকে পালিয়ে এলাকায় চলে আসে। এরপর তারা পিতা-পুত্র এলাকায় মানুষজনকে হয়রানীসহ নানা অপকর্ম শুরু করে। কিছুদিন পূর্বে আওয়ামীলীগ নেতা হিরন খলিফা ও তার পুত্র আকাশ খলিফা হোটেল ব্যবসায়ী আবুল মৃধার নিকট ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। তিনি দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করিলে গত ১৩ জুলাই হিরন মৃধা ও তার পুত্র আকাশ মৃধাসহ ৭ জন পুনরায় ৫০ হাজার টাকা চাঁদার দাবিতে তার হোটেল তালাবদ্ধ করে রাখে। এমনকি তাকে খুনজখম করিবে বলেও হুমকি দেয়।

মামলার বাদী মোঃ আবুল মৃধা জানান, হিরন মৃধা ও তার পুত্র আকাশ মৃধা ১০ দিনের বেশি সময় ধরে তার ব্যবসা প্রতিষ্ঠান (হোটেল) তালাবদ্ধ করে রেখেছে। এতে তার কয়েক হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে। তাদের ভয়ে তিনি আমুয়ার বাজারে যেতে পারছেন না। অবশেষে কোন উপায় না পেয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

- (বরিশাল) প্রতিনিধি

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...