Logo Logo

সন্তানকে অনুগত করতে সহজ আমল

অবাধ্য সন্তানকে অনুগত করতে সহজ ও কার্যকরী আমল


Splash Image

প্রতিকী ছবি

অবাধ্য সন্তানকে অনুগত করতে 'আশ-শাহীদু' নামটি নিয়ে আমল করার উপকারিতা সম্পর্কে জানুন। পিতা-মাতার জন্য সহজ ও কার্যকরী একটি আমল।


বিজ্ঞাপন


আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন—

“আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম রয়েছে; যে ব্যক্তি এই নামগুলো স্মরণ করবে (জিকির করবে), সে জান্নাতে যাবে।”

(সহিহ বুখারি, হাদিস: ২৭৩৬)

এছাড়া, প্রত্যেকটি গুণবাচক নামের রয়েছে আলাদা ফজিলত ও উপকারিতা। এসব নামের নিয়মিত আমলে নানা ধরনের সমস্যার সমাধান হয়ে থাকে।

আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম হলো:

(اَلشَّهِيْدُ) আশ-শাহীদু

উচ্চারণ: আশ-শাহীদু

অর্থ: প্রত্যক্ষকারী; যিনি প্রকাশ্য ও অপ্রকাশ্য সব বিষয়ে অবহিত।

আমলের নিয়ম ও ফজিলত:

যদি কোনো পিতা-মাতার সন্তান (ছেলে বা মেয়ে) অবাধ্য, অসৎ কিংবা কথা না শোনে— তাহলে পিতা বা মাতা যেন নিচের নিয়মে আমল করেন:

১. সন্তানের কপালে হাত রাখবেন।

২. সন্তানের মুখমণ্ডল আকাশমুখী করবেন।

৩. এরপর আন্তরিকতা ও দৃঢ় বিশ্বাসসহ ‘আশ-শাহীদু’ নামটি ২১ বার পাঠ করবেন।

ফলাফল:

আল্লাহর রহমতে সে অবাধ্য সন্তান সৎ ও অনুগত হয়ে যাবে— ইনশাআল্লাহ।

যেসব মা-বাবা তাদের সন্তানের অবাধ্যতায় হতাশ ও দুশ্চিন্তাগ্রস্ত, তাদের জন্য এই ছোট আমলটি হতে পারে অনেক উপকারী ও কার্যকরী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...