বিজ্ঞাপন
সোমবার (২৮ জুলাই) বেলা ১২টায় নড়াইল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল এবং জেলা শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার সজল বিশ্বাস।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নড়াইল জেলা জামায়াতের আমির ও সিংগিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আতাউর রহমান বাচ্চু, বরাশুলা শিশুসদন কমপ্লেক্স ক্যাডেট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ নাছির উদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সভাপতিরা ও অভিভাবকরা।
অনুষ্ঠানে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী মোট ৩৫ জন শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদ, অভিবাদনপত্র এবং নগদ অর্থ প্রদান করা হয়।
এই আয়োজনে কৃতী শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সভাপতি, অভিভাবক, গণমাধ্যমকর্মী ও নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি আয়োজন করে নড়াইল সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
এ আয়োজনের মাধ্যমে কৃতিত্বপূর্ণ শিক্ষার্থীদের স্বীকৃতি প্রদানের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহিত করার কার্যকর উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
প্রতিবেদক - মো. নূরুন্নবী সামদানী, নড়াইল।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...