Logo Logo

বিজিবির অভিযানে প্রায় আড়াই কোটি টাকার চোরাচালান পণ্য আটক


Splash Image


বিজ্ঞাপন


৩রা আগস্ট সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) কর্তৃক সুনামগঞ্জ সদর উপজেলার আওতাধীন সুরমা নদীর সাহেববাড়ী ঘাট নামক স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১টি ইঞ্জিন চালিত কাঠবডি নৌকাসহ ১২৫৮ পিস ভারতীয় শাড়ী, ২২৩১ মিটার পাঞ্জাবির কাপড়, ১৬৯২ মিটার প্যান্টের কাপড় এবং ৫০২ পিস শেরওয়ানি আটক করে, *যার সর্বমোট আনুমানিক সিজার, মূল্য-২,২৯,৫৫,১০০/- (দুই কোটি উনত্রিশ লক্ষ পঞ্চান্ন হাজার একশত) টাকা।* উক্ত অভিযানে মেহেদি হাসান হৃদয়, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এবং বিজিডিও-৩১৫ সহকারী পরিচালক মো: রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সাথে ১৪ জন বিজিবি সদস্যসহ সর্বমোট ১৬ জন অংশগ্রহণ করে।

এ ব্যাপারে অধিনায়ক, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা স্থলপথের সাথে সাথে নৌপথেও অব্যাহত থাকবে। আটককৃত নৌকাসহ ভারতীয় শাড়ী, পাঞ্জাবির কাপড়, প্যান্টের কাপড় এবং শেরওয়ানি শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

-খন্দকার শহীদুল ইসলাম, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...