বিজ্ঞাপন
র্যালির নেতৃত্ব দেন গোপালগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান। এ সময় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ব্যাপক উপস্থিতি ও স্লোগানের মাধ্যমে র্যালিকে প্রাণবন্ত করে তোলেন।
জেলা বিএনপি সূত্রে জানা যায়, বিজয় র্যালিটি শহরের পাঁচুড়িয়া এলাকার পৌর সুপার মার্কেট থেকে শুরু হয়ে আদালত চত্বর, কলেজ মোড়, চৌরঙ্গী হয়ে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে শরীফ রফিকুজ্জামান বলেন, “২০২৪ সালের এই দিনে গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের আন্দোলন সফলতার মুখ দেখে। সেই ঐতিহাসিক মুহূর্ত স্মরণে আমরা এই বিজয় র্যালির আয়োজন করেছি।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে জুলাই গণঅভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। জনগণের ভোটাধিকার ও সাংবিধানিক শাসন প্রতিষ্ঠার দাবিতে বিএনপির নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলন আজও প্রাসঙ্গিক।”
জেলা বিএনপির অন্যান্য নেতারা বলেন, “গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি যে আন্দোলন করেছে, তা দেশের রাজনৈতিক ইতিহাসে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।”
এ উপলক্ষে বিএনপির পক্ষ থেকে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানানো হয় এবং র্যালি চলাকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...