Logo Logo

নড়াইলে ইসলামী ছাত্রশিবিরের ‘জুলাই দ্রোহ’ শীর্ষক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত


Splash Image

গত বছর জুলাই মাসে সংঘটিত ‘জুলাই গণহত্যা’র বিচার এবং জুলাই মাসকে ‘জুলাই সনদ’ হিসেবে ঘোষণার দাবিতে ‘জুলাই দ্রোহ’ শিরোনামে একটি বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (৫ আগস্ট) সকাল ১০টার দিকে নড়াইল শহরের চৌরাস্তা থেকে শুরু হয় মিছিলটি। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এটি গিয়ে শেষ হয় পুরাতন বাসটার্মিনাল সংলগ্ন মুক্ত মঞ্চে, যেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ সভা।

‘জুলাই দ্রোহ’ শীর্ষক এ কর্মসূচিতে অংশ নেওয়া বক্তারা বলেন, গত বছরের জুলাই মাসে সংঘটিত ইতিহাসের নৃশংস হত্যাকাণ্ডগুলোর যথাযথ তদন্ত ও দোষীদের বিচারের বিষয়টি এখনো আলোর মুখ দেখেনি। এতে নিহতদের আত্মত্যাগকে অবমূল্যায়ন করা হচ্ছে বলে তারা অভিযোগ করেন।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ সালাহউদ্দিন, সাবেক সভাপতি মোহাম্মদ খিয়াম উদ্দিন, সাধারণ সম্পাদক তাজ মোহাম্মদসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

বক্তারা আরও বলেন, “ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছিলাম। কিন্তু আজ সেই রক্তের সঙ্গে ছিনিমিনি খেলছে সরকার। এক বছর পার হয়ে গেলেও এখনো জুলাই সনদ ঘোষণা করা হয়নি। সরকারকে স্পষ্টভাবে বলতে চাই—৩৬ জুলাইয়ের আগেই এই সনদ দিতে হবে। তা না হলে প্রয়োজনে আমরা আবারও রাজপথে রক্ত দেবো।”

সমাবেশে বক্তারা দাবি করেন, ‘জুলাই গণহত্যা’র স্মরণ ও বিচার নিশ্চিত করতে হলে জুলাই মাসকে ঐতিহাসিক মাস হিসেবে ঘোষণা করা এবং "জুলাই সনদ" বাস্তবায়ন করা সময়ের দাবি। একই সঙ্গে তারা সরকারের প্রতি দ্রুততম সময়ের মধ্যে দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

প্রতিবেদক - মো. নূরুন্নবী সামদানী, নড়াইল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...