ছবি : সংগৃহীত।
বিজ্ঞাপন
বুধবার (৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “গতকাল প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, যেখানে তিনি নির্বাচন প্রস্তুতির কথা উল্লেখ করেছেন। তারই ধারাবাহিকতায় আজ আমরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করণীয় নিয়ে আলোচনা করেছি।”
তিনি আরও জানান, “নির্বাচনের সময় ডিসি, এসপি, ইউএনও ও ওসি-রা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অতীতে প্রার্থীদের অনেকেই নিজ নিজ এলাকায় পছন্দের কর্মকর্তা রাখতে চেয়েছেন। কিন্তু এবার আমরা লটারির মাধ্যমে বদলির সিদ্ধান্ত নিয়েছি। গণমাধ্যমকে সামনে রেখেই এই লটারি অনুষ্ঠিত হবে, যাতে স্বচ্ছতা বজায় থাকে।”
ওসিদের লটারি বিভাগভিত্তিক (ডিভিশন ওয়াইজ) করা হবে বলে জানান তিনি। তবে জেলা প্রশাসকদের (ডিসি) বদলির বিষয়ে সিদ্ধান্ত নেবে জনপ্রশাসন মন্ত্রণালয়। স্বরাষ্ট্র উপদেষ্টা আশা প্রকাশ করেন, “জনপ্রশাসন মন্ত্রণালয়ও একই ধরনের লটারির মাধ্যমে ডিসিদের বদলির সিদ্ধান্ত নেবে।”
তিনি আরও বলেন, “নির্বাচনের তফসিল ঘোষণার কিছুদিন আগেই এই লটারি করা হবে। কারণ, তফসিল ঘোষণার পর বদলির ক্ষমতা চলে যায় নির্বাচন কমিশনের হাতে। কমিশন চাইলে পরে পুনরায় বদলিও করতে পারবে।”
লজিস্টিক সহায়তা ও নির্বাচনের সময় নিরাপত্তা জোরদারসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন প্রস্তুতি সম্পর্কেও আলোচনা হয়েছে এই বৈঠকে।
এ ধরনের উদ্যোগ নির্বাচনকে আরও গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে সহায়তা করবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...