Logo Logo

জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে আসিফ আকবরের শ্রদ্ধা ও উদ্দীপনামূলক বার্তা


Splash Image

গ্রাফিক্স : ভোরের বাণী।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক পালাবদলের সূচনা হয়।


বিজ্ঞাপন


ওইদিন দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার মাধ্যমে সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে বলে রাজনৈতিক বিশ্লেষকেরা অভিমত দেন।

এই ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন দীর্ঘ পোস্ট দিয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই বার্তায় তিনি জুলাই বিপ্লবের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে লিখেছেন:

"আজ ৩৬শে জুলাই (৫ই আগস্ট) রাজা লক্ষণ সেন এর ৮১৮ বছর পর বিশ্ব ঘৃণীত ফ‍্যাসিস্ট খুনি হাসিনার পলায়নের মধ‍্যে দিয়ে সফল জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে অভিনন্দন। সকল জুলাই শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা, আহত সকল যোদ্ধার দ্রুত সুস্থ‍তা কামনা করি। জুলাই বিপ্লবের রেমিট‍্যান্স যোদ্ধাদের সময়োপযোগী সাহসী অবদানের জন‍্য স‍্যালুট। অদম‍্য ছাত্র, জনতা, শ্রমিক, শিক্ষক, সিপাহি, শিল্পী, সাহিত‍্যিক, কলাকুশলী, প্রত‍্যেক বাবা মা, সর্বস্তরের পেশাজীবী এবং (ফ‍্যাসিস্টের দোসর ব‍্যতীত) প্রতিটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিপ্লবী অভিনন্দন।"

তিনি আরও লেখেন:

"বেসরকারি বিশ্ববিদ‍্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীদের অসামান‍্য প্রতিরোধ এবং বীরত্বের জন‍্য জাতি তাদের কাছে ঋণী। পতিত ফ‍্যাসিস্ট এবং তাদের অনুশোচনাহীন অন্ধ অসভ‍্য অনুসারীদের জন্ম আর মৃত‍্যু হোক কমেন্ট বক্সের ডাস্টবিনে। গুম খুন হত‍্যাকারী অত‍্যাচারী লুটেরা চাটার দলের এই নিকৃষ্ট গোষ্ঠী নিক্ষিপ্ত হউক ইতিহাসের আস্তাকুঁড়ে। ফ‍্যাসিস্ট মুক্ত ঐক‍্যবদ্ধ বাংলাদেশের স্বপ্ন সফল হোক, জুলাই বিপ্লব দীর্ঘজীবী হউক। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। ভালোবাসা অবিরাম।"

জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতির বিভিন্ন ইস্যুতে খোলামেলা মন্তব্য করার জন্য এর আগেও আলোচনায় এসেছেন আসিফ আকবর। তবে এবারের পোস্টে তার কণ্ঠে ছিল কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।

উল্লেখ্য, আসিফ আকবর তার সংগীত ক্যারিয়ারের সূচনা করেন জনপ্রিয় অ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’ দিয়ে, যা সারা দেশে ব্যাপক আলোড়ন তোলে। এরপর থেকে তিনি তার ভক্ত-অনুরাগীদের উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান এবং পেয়েছেন বিপুল ভালোবাসা ও শ্রোতাপ্রিয়তা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...